ইবোলার ভ্যাকসিন আবিষ্কার

ইবোলার ভ্যাকসিন আবিষ্কার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

প্রাণঘাতী ইবোলা ভাইরাস প্রতিহত করার বিষয়ে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত একটি ভ্যাকসিন ব্যাপকভাবে কার্যকরী হয়েছে।

ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভ্যাকসিনটি গ্রহণকারীরা ১০ দিনের মধ্যেই ভাইরাসমুক্ত হয়েছেন। ল্যানসেটে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি খবরটি নিশ্চিত করেছে। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ভ্যাকসিনটির পরীক্ষা চালানো হয়।

দেশটির প্রায় ৬ হাজার মানুষকে ভ্যাকসিনটি দেওয়া হয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক মেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠান দ্য ওয়েলকাম ট্রাস্ট-এর পরিচালক জেরেমি ফারার এ ফলাফলকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে ভ্যাকসিনটি পরীক্ষা করা হয়। ২০১৩ সালে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এতে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।