ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ৪৮ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ৪৮ জনের প্রাণহানি

শেয়ার করুন

_103624854_049628683-1বিশ্বসংবাদ ডেস্ক :

ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপের পালু এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৪৮ জনের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টায় শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাবে ৬ দশমিক ৬ ফুট উচ্চতার ঢেউয়ে তলিয়ে যায় সুলায়েসি দ্বীপের বেশিরভাগ এলাকা। ঢেউয়ের তোড়ে বহু বাড়িঘর ও একটি মসজিদ ভেসে গেছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো সুলাওয়েসি দ্বীপ। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলে দেশটির কতৃপক্ষ। তবে এক ঘন্টা পর সুনামি সতর্কতা তুলে নেয়া হয়।