ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৪৩ হাজার মানুষ গৃহহীন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৪৩ হাজার মানুষ গৃহহীন

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছে অন্তত ৪৩ হাজার মানুষ।

দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা শনিবার এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পিডি জায়া জেলা। স্থানীয় ত্রাণ ত্রাণসংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছে সরকার। তবে রাস্তা-ঘাট ভেঙে পড়ায় প্রত্যন্ত অঞ্চলে এখনো ত্রাণ পৌছনো সম্ভব হয়নি।

শুক্রবার প্রেসিডেন্ট জোকো উইদোদো আচেহ প্রদেশে সফর করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গেও দেখা করেছেন। বিধ্বস্ত হয়ে যাওয়া বাড়িগুলো পুননির্মাণের আশ্বাস দেন তিনি। গত বুধবার আচেহ প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে মারা গেছে কমপক্ষে ১শ’ জন। এছাড়া বিধ্বস্ত হয় ১১ হাজারেরও বেশি ঘরবাড়ি ও ভবন। বিধ্বস্ত ঘরবাড়ির নিচ থেকে মৃতদেহ উদ্ধারের কাজ শেষ পর্যায়ে।