ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে পাহাড়ে আটকা পড়া ৫০০ মানুষকে উদ্ধার

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে পাহাড়ে আটকা পড়া ৫০০ মানুষকে উদ্ধার

শেয়ার করুন

This picture taken on July 29, 2018 shows an Indonesian village security officer examining the debris of houses, after a 6.4 magnitude earthquake struck, in Lombok. - At least 16 people were killed in the earthquake after it struck Lombok early on July 29, while hundreds of buildings were destroyed. (Photo by AULIA AHMAD / AFP)        (Photo credit should read AULIA AHMAD/AFP/Getty Images)

বিশ্বসংবাদ ডেস্ক :

ভূমিকম্পের কারণে ইন্দোনেশিয়ার লুমবোক দ্বীপের একটি পবর্তে আটকে পড়া ৫’শ পবর্ত আরোহীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

রোববার আঘাত হানা ৬.৪ মাত্রার ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূমিধ্বসে রিনজানি পবর্ত থেকে নামার রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে রিনজানি পবর্তে আটকে পড়েন ৫’শ পবর্ত আরোহী। পরে নিরাপদ একটি বিকল্প রাস্তা দিয়ে নামিয়ে আনা হয় বেশীরভাগ পবর্ত আরোহী ও তাদের গাইডদের। তবে যারা পায়ে হেঁটে নামতে পারছিলেন তাদের হেলিকপ্টারে করে নামিয়ে আনা হয়।

রোববারের ঐ ভূমিকম্পে নিহত হয় ১৬ জন ও আহত হয় আরো ৩৩০ জন।পাথরচাপা পড়ে নিহত একজন পর্বত আরোহীর মৃতদেহ নিচে নামিয়ে আনার চেষ্টা করছে উদ্ধারকারীরা।এ ছাড়া নিহতদের মধ্যে ১জন মালয়েশীয় পর্যটকও রয়েছেন।