ইন্দোনেশিয়ায় তিনটি চার্চে আত্মঘাতী বোমা হামলা: নিহত ১১

ইন্দোনেশিয়ায় তিনটি চার্চে আত্মঘাতী বোমা হামলা: নিহত ১১

শেয়ার করুন

a83674bea88f4975a042ae76b7539227_18বিশ্বসংবাদ ডেস্ক :

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় রোববার সকালে একই সময় তিনটি চার্চে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও আহত হয়েছেন আরো ৩০ জন।
_101523281_4764640a-c2b5-4675-9cf8-cff3c9bb7bb5
পুলিশ জানায়, সুরাবায়া শহরের শান্তা মারিয়া ক্যাথোলিক চার্চ ও পশ্চিম জাভায় ২ টি চার্চে এই বোমা হামলা চালানো হয়েছে। ঘটনার সময় শান্তা মারিয়া চার্চের নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিলো বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ইতোমধ্যে দেশটির বোমা নিস্ক্রিয়কারি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, শান্তা মারিয়া চার্চে একজন নারী শিশুসহ চার্চে প্রবেশ করে নিরাপত্তা রক্ষীদের সাথে কথা বলতে থাকে। ঠিক সে সময় বোমার বিস্ফোরণটি ঘটে।
_101522407_mediaitem101522406
এর আগেও ২০০১ সালে আল কায়েদা জঙ্গি গোষ্ঠী দেশটির একটি গির্জায় বোমা হামলা চালিয়েছিলো এবং ওই সময় ২০ জন নিহত হয়। তবে কোন ব্যক্তি বা সংগঠন শনিবারের এ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি। ঘটনার তদন্ত চলছে।