ইন্দোনেশিয়ায় আবারও আত্মঘাতি হামলা, নিহত এক

ইন্দোনেশিয়ায় আবারও আত্মঘাতি হামলা, নিহত এক

শেয়ার করুন

18402d8c821447d3952e17a7c7cf1312_18বিশ্বসংবাদ ডেস্ক :

গতকাল ইন্দোনেশিয়ায় তিনটি গির্জায় আত্মঘাতি বোমা হামলার পর আজ আবারও একটি পুলিশ সদর দপ্তরে বোমা হামলা হয়েছে। এ হামলায় একজন নিহত ও ১০ জনের আহত হওয়ার খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

আজ স্থানীয় সময় সকাল নটার কিছু আগে দেশটিরজাভা দ্বীপের সুরাবায়ার পুলিশ সদর দপ্তরে এ বোমা হামলা চালানো হয়।

পূর্ব জাভার পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুঙ্গ জানান, আজ সোমবার সকাল ৮ টা ৫০ মিনিটে এই বোমা হামলা হয়েছে। তিনি জানান, সকালের এই আচমকা বোমা বিস্ফোরণে সবাই হতবিহবল হয়ে যান। প্রকৃতপক্ষে কী ঘটেছে এখনো তা বুঝতে পারছেন না।

এদিকে, বিবিসি জানিয়েছে, সকালে দুজন মোটর সাইকেল আরোহী আত্মঘাতী হামলা চালায়।

গতকাল দেশটিতে তিনটি গির্জায় আত্মঘাতি বোমা হামলার ঘটনায় ১৩ জন নিহত হন। হামলার জন্য একটি পরিবারকে দায়ী করেছে সুরাবায়া পুলিশ। একটি চার্চে আত্মঘাতি হামলায় শরীরে রাখা বোমার বিষ্ফোরণে মা ও দুই শিশু মারা যায়। আরো দুটি চার্চে আত্মঘাতি হামলা চালায় বাবা ও তার দুই ছেলে। পুলিশ জানায়, সুরাবায়া শহরের শান্তা মারিয়া ক্যাথোলিক চার্চ ও পশ্চিম জাভায় ২টি চার্চে এই বোমা হামলা চালানো হয়।