ইন্দোনেশিয়ার পালু যেন এক ধ্বংসস্তুপ

ইন্দোনেশিয়ার পালু যেন এক ধ্বংসস্তুপ

শেয়ার করুন

_103643593_gettyimages-1043896246বিশ্বসংবাদ ডেস্ক :

ভূমিকম্পে ও সুনামির ছোবলে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার পালু এখন সম্পূর্ণ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। রোববার পর্যন্ত মৃতের সংখ্যা ৮৩২ হলেও তা আরো বাড়তে বলে আশংকা করা হচ্ছে।

এদিকে রোগ ছড়িয়ে পড়ার আংশকায় ভূমিকম্পে নিহতদের গণকবরে সমাহিত করার চিন্তা করছে কর্তৃপক্ষ। ধারণা করা ধ্বংসস্তুপের নিচে আরো অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারে। পালু শহরে ধ্বসে পড়া একটি হোটেল ও শপিং সেন্টারের ধ্বংসস্তুপের নিচে উদ্ধার তৎপরতা চালাতে ভারী যন্ত্রপাতি আসার অপেক্ষায় রয়েছে উদ্ধারকারীরা।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরওয়ো নুগরোহ বলেন ভূমিকম্পের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভারী যন্ত্রপাতি আসতে দেরী হচ্ছে।এ কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।