ইথিওপিয়ায় গণকবরের সন্ধান

ইথিওপিয়ায় গণকবরের সন্ধান

শেয়ার করুন

_104232284_e32010a0-1c82-41b2-a75b-ab1bccce1940
বিশ্বসংবাদ ডেস্ক :

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ২০০ মরদেহের একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সোমালি ও অরোমিয়া সীমান্তবর্তী অঞ্চলে গণকবরটির সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত এক বছরে সহিংসতায় এ অঞ্চলের হাজার হাজর মানুষ বাস্তুচ্যুত হয়ে প্রাণ হারান। ইথিওপিয়ার সোমালি অঞ্চলের সাবেক প্রেসিডেন্ট আবাদি মোহাম্মাদের বিরুদ্ধে তদন্ত অভিযান চালাতে গিয়ে এই গণকবরের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

জাতিগত দাঙ্গায় মদদ দেয়ার অভিযোগে বিচারের অপেক্ষায় আছেন আবাদি মোহাম্মদ। তার নির্দেশেই লিউ নামে পরিচিত স্থানীয় নিরাপত্তা বাহিনী সোমালি ও অরোমিয়া অঞ্চলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ ২০০ মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।