ইথিওপিয়ায় এক সপ্তাহে শতাধিক মৃত্যু

ইথিওপিয়ায় এক সপ্তাহে শতাধিক মৃত্যু

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

ইথিওপিয়ায় এক সপ্তাহব্যাপী সরকারবিরোধী বিক্ষোভে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

_90712695_mediaitem90712694বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, অর্থনৈতিক ও জাতিগত বৈষম্যের প্রতিবাদে আন্দোলনে দেশটির ওরমিয়া এবং আমহারা অঞ্চলে  এই হতাহতের ঘটনা ঘটে।  যদিও দেশটির সরকারের তরফ থেকে মাত্র ৭ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

এদিকে সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে ওই আন্দোলনে ৫০ জনের উপরে মারা গেছে। অন্যদিকে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৯০ জনর প্রাণহানির কথা জানিয়েছে।

রাজধানী আদ্দিস আবাবায় সমাবেশ থেকেও বেশ কজন প্রতিবাদকারীকে আটক করেছে পুলিশ। এর আগে দেশটির প্রধানমন্ত্রী হাইলে মারিয়াম দেসালেন আন্দোলনকে ‘জাতীয় ঐক্যের জন্য হুমকিস্বরূপ’ উল্লেখ করে বিক্ষোভ-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।