ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া

ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া

শেয়ার করুন

index
বিশ্বসংবাদ ডেস্ক :

শীতল যুদ্ধের পর ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।  এতে চীন, মঙ্গোলিয়া ও রাশিয়ার তিন লাখ সেনাসদস্য, ৩৬ হাজার সামরিক যান, এক হাজার যুদ্ধ বিমান ও ৮০টি যুদ্ধ জাহাজ অংশ নিচ্ছে।

মঙ্গলবার অনুষ্ঠেয় পূর্ব সাইবেরিয়ায় সপ্তাহব্যাপী এ মহড়ার নাম ভস্তক-২০১৮। মহড়ায় উদ্ভোধনীতে অংশ নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
_103374975_93a7220d-08b1-42db-8677-ab64253af5c7
এই সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়ে একে বড় ধরনের সংঘর্ষের মহড়া হিসেবে বর্ণনা করেছে  ন্যাটো। মহড়াটি এমন এক সময় করা হচ্ছে যখন মস্কোর সাথে পশ্চিমাদের, ইউক্রেন ও সিরিয়া নিয়ে উত্তেজনা চলছে। রাশিয়ার সামরিক বাহিনী এই মহড়াকে ১৯৮১ সালের তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সামরিক মহড়ার চেয়েও বড় হিসেবে বর্ণনা করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্লাদিভস্তক শহরে আয়োজিত ইকোমিক ফোরামে অংশ নেয়ার পর এই মহড়ায় যোগ দেন। ইকোনমিক ফোরামে অন্যতম অতিথি হিসেবে অংশ নিতে রাশিয়ায় পৌছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।