ইতালির ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধস্ত, আহত ২০

ইতালির ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধস্ত, আহত ২০

শেয়ার করুন

_92157884_036141942-2বিশ্বসংবাদ ডেস্ক :

ইতালিতে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে বহু বাড়িঘর বিধস্ত হয়েছে। এ পর্যন্ত পাওয়া সংবাদে আহতের সংখ্যা ২০ জন। কিন্তু কোনো প্রাণহানি হয়নি।
_92157882_036141167-1রোববার মধ্য ইতালি ভূমিকম্পে কেঁপে ওঠে। নরসিয়া এবং পেরুজিয়া এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আশপাশের শহরের অনেক পুরোনো বাড়িঘর, দোকান, নির্মাণাধীণ ভবন, গির্জা এবং দেয়াল ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। যান চলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। ফলে রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কয়েকশ মানুষ এখন খোলা আকাশের নিচে দিনযাপন করছেন। কেউ তাবু করে, কেউ গাড়িতে সাময়িক থাকার ব্যবস্থা করেছেন। অনেকে রয়েছেন চিকিৎসা কেন্দ্রে।

_92157887_036140984-1এরইমধ্যে সাহায্যের হাত বাড়িয়েছে সরকার। খাবার, চিকিৎসা এবং থাকার ব্যবস্থা করা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি কয়েকটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চলছে উদ্ধারকাজ। ধসে পড়া ভবনের নিচে কেউ আটকা পড়ে আছেন কিনা তা অনুসন্ধানে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা।