ইতালির ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা

ইতালির ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

ইতালিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। ভূমিকম্পের দু’দিন পর শতাধিক আফটার শকে ব্যহত হচ্ছে উদ্ধার কাজ।

ITALY-QUAKE

এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৫২ জন। আহত হয়েছে ৩৬৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে ৫০ মিলিয়ন ইউরো ফান্ডের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি। এছাড়া তাদের জন্য কর মওকুফ করে ‘ইতালিয়ান হোমস’ নামে এক প্রকল্পেরও ঘোষণা দেন তিনি।

আফটার শকের কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন প্রায় ৫ হাজার উদ্ধারকর্মী।

বুধবারের ওই শক্তিশালী ভূমিকম্পের দুইদিন পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ থেকে আর কাউকে জীবিত উদ্ধারের আশা ক্রমশ ফুরিয়ে আসেছ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।