ইতালিতে পরপর দুবার প্রবল ভূ-কম্পন

ইতালিতে পরপর দুবার প্রবল ভূ-কম্পন

শেয়ার করুন

_92105498_036076529epa

বিশ্বসংবাদ ডেস্ক :

পরপর দুবার প্রবল ভূ-কম্পন অনুভূত হলো ইতালিতে। ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী রোমসহ একাধিক প্রাচীন শহর।

স্থানীয় সময় সন্ধ্যা ৭.১০-এ প্রথম ভূমিকম্প, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইতালির রাজধানী রোম থেকে ৫০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত পেরুজিয়া শহর। দ্বিতীয় ভূ-কম্পনটি অনুভূত হয় দুই ঘণ্টা পর। এর মাত্রা ছিল ৬.১।

তবে ইউএসজিএস বলছে, দুই ঘণ্টার ব্যবধানে মধ্য ইতালিতে দুই দুইবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিলো ৫.৪। আর দ্বিতীয়টি ছিলো ৬.৪।

ভূমিকম্প দুটিতে অনেকে আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর বাড়ি থেকে বেড়িয়ে আসেন বাসিন্দারা৷  আতঙ্ক গ্রাস করে রয়েছে তাদের৷ সামান্য চিড় ধরেছে শহরগুলির বিভিন্ন প্রাচীন নিদর্শনগুলিতে৷