ইইউর দায়িত্ব নিতে যাচ্ছে অস্ট্রিয় সরকার

ইইউর দায়িত্ব নিতে যাচ্ছে অস্ট্রিয় সরকার

শেয়ার করুন

Austria's new Chancellor Sebastian Kurz arrives to meet the European Council president on December 19, 2017, at the European Council in Brussels. ?Austria's far-right was sworn in on December 18 as part of the new government, rounding off a triumphant year for Europe's nationalists. The coalition between the conservative People's Party (OeVP) and the FPOe has pledged to stop illegal immigration, cut taxes and resist EU centralisation, and will be led by Chancellor Sebastian Kurz of the OeVP, at 31 the world's youngest leader.  / AFP PHOTO / EMMANUEL DUNAND

বিশ্বসংবাদ ডেস্ক :

অস্ট্রিয়ার ডানপন্থী সরকার রোববার ইউরোপীয় ইউনিয়নের দায়িত্ব নিতে যাচ্ছে। সদস্য দেশগুলোর মধ্যে শরণার্থী নিয়ে যে মতভেদ আছে ইইউ এর বৈঠকগুলোতে সেটাই হবে প্রধান আলোচ্য বিষয়।

এই নিয়ে অস্ট্রিয়া তৃতীয়বারের মতো ইউরোপীয় ইউনিয়নের দায়িত্ব নিতে যাচ্ছে। ভিয়েনা তার মেয়াদকালে ‘সুরক্ষিত ইউরোপ’ এই নীতির ভিত্তিতেই কাজ করবে। সভাপতি হওয়ায় অস্ট্রিয়া চলমান শরণার্থী স্রোত ঠেকানো, দেশটির সীমান্ত ব্যবস্থাপনা ও ব্রেক্সিটের মতো এজেন্ডাগুলো নির্ধারণ করতে পারবে।

শরণার্থী ইস্যুর পাশাপাশি চ্যান্সেলর সেবাস্টিয়ান কুরজ সরকারকে ইইউ এর বাজেট নির্ধারণ বিষয়ে আলোচনাসহ পশ্চিম বলকান দেশগুলোকে ইইউ জোটে অন্তর্ভুক্তির বিষয়টিও দেখতে হবে। দায়িত্ব গ্রহণ করেই অস্ট্রিয়া শরণার্থী ইস্যুকে সর্বাধিক অগ্রাধিকার দেবে অস্ট্রিয়া।