আয়কর প্রকাশ হিলারির, পালা ট্রাম্পের

আয়কর প্রকাশ হিলারির, পালা ট্রাম্পের

শেয়ার করুন

রবিশ্বসংবাদ ডেস্ক:

আয়কর রিটার্ন প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। আর এর মাধ্যমেই চাপ বাড়রো প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপরও।

gty_hillary_clinton_donald_trump_split_jc_160801_16x9_992অনেক দিন ধরেই ব্যবসায়ী ট্রাম্পের আয়কর প্রকাশের দাবি করে আসছে ডেমোক্রেটরা। অর্জিত সম্পদ থেকে গত বছর ৩৪ দশমিক ২ শতাংশ কর পরিশোধ করেছেন হিলারি। বিভিন্ন খাতে তার অর্জিত সম্পদের পরিমাণ ১০ দশমিক ১ মিলিয়ন ডলার।

হিলারির রানিংমেট টিম পেইন ও তার স্ত্রী অ্যানি হলটনও আয়কর রিটার্ন প্রকাশ করেছেন। তারা ২০ দশমিক ৩ শতাংশ কর করেছেন।

রীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা তাদের আয়কর রিটার্ন জনসমক্ষে প্রকাশ করেন। কিন্তু ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট প্রার্থী, যিনি এখনো তার আয়কর রিটার্ন প্রকাশ করেননি। তার দাবি অভ্যন্তরীণ রাজস্ব কর্তৃপক্ষ নিরীক্ষা শেষ না করা পর্যন্ত তা প্রকাশ করবেন না তিনি।