আস্থা ভোটে হেরে যাওয়ায় পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

আস্থা ভোটে হেরে যাওয়ায় পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

শেয়ার করুন

 

বিশ্বসংবাদ ডেস্ক :

পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ায় পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

রোববার তিনি সংসদে পদত্যাগের ঘোষণা দেন। সম্প্রতি, অলির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতিশ্রুতি ভঙ্গ ও দলীয় আধিপত্য বিস্তারের অভিযোগ তুলে জোট সরকার থেকে বেরিয়ে যায় প্রধান দুই দল, মাধেশি পিপলস রাইটস ফোরাম ও রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি।

তারা প্রধানমন্ত্রী অলির প্রতি সমর্থন প্রত্যাহার করে, পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আহবান করেন। এর প্রেক্ষিতে রোববার পার্লামেন্টে ভোটাভুটি হয়। আর এতেই হেরে যান অলি। তাই নিজের ভাবমূর্তি আরো ক্ষুন্ন হওয়ার আগেই, গত বছরের অক্টোবরে দায়িত্ব নেয়ার, প্রায় এক বছরের মাথায় পদত্যাগ করলেন তিনি। এরপর সংসদে দেয়া বক্তব্যে অলি বলেন, আইন সভায় বাজেট পাস না হওয়ায়, সংসদের অধিকাংশ সদস্য প্রধানমন্ত্রী হিসেবে আমাকে সমর্থন করেননি।

তবে এটা একটা নিয়মিত প্রক্রিয়া। নতুন সরকার গঠনে তার দল সর্বাত্মক সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন অলি। তবে সিপিএন মাওবাদী ও নেপালি কংগ্রেস দলের সমালোচনা করেন তিনি।