আসিয়া বিবির দেশত্যাগের খবর মিথ্যা

আসিয়া বিবির দেশত্যাগের খবর মিথ্যা

শেয়ার করুন

_104109439_mediaitem104109431বিশ্বসংবাদ ডেস্ক :

কারাগার থেকে মুক্তির পর পাকিস্তান ছেড়েছেন ব্লাসফেমি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খ্রিস্টান নারী আসিয়া বিবি। তবে দেশত্যাগের খবরটি একদম মিথ্যা বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ৮ বছরের দীর্ঘ কারাবাসের পর বুধবার রাতে মুক্তি পান আসিয়া বিবি। মুক্তির পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সরাসরি মুলতান বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় । সেখানে একটি ব্যক্তিগত বিমানে তোলা হয় আসিয়া বিবিকে। তবে বিমানটির গন্তব্য কোথায় তা প্রকাশ করা হয়নি।

অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্যা ডন জানায়, আসিয়া বিবির দেশত্যাগের বিষয়টি সত্য নয়। বৃহস্পতিবার, পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল এক সংবাদ সম্মেলনে জানান, আসিয়া বিবি এখনো পাকিস্তানে রয়েছেন। তার দেশত্যাগের খবরটি সম্পূর্ণ মিথ্যা।

এর আগে ধর্ম অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসিয়া বিবির খালাস দেয়া রায়ের পর দেশজুড়ে বিক্ষোভ দেখা দেয়। পরে বিক্ষোভ থামাতে আসিয়া বিবির দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে কট্টোরপন্থীদের সঙ্গে চুক্তি করে পাকিস্তানের সরকার।