আসামে আদিবাসীদের ডাকে চলছে ২৪ ঘণ্টার বনধ

আসামে আদিবাসীদের ডাকে চলছে ২৪ ঘণ্টার বনধ

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

আসামের ছয়টি জাতিগত গোষ্ঠীকে তফশিলি উপজাতি হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের  বিরোধিতা করে বনধ পালন করছে রাজ্যের আদিবাসী সংগঠনগুলো।  শুক্রবার ভোর ৫টায় শুরু হওয়া এ বন্ধ চলবে টানা ২৪ ঘণ্টা।

নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ নিয়ে আসামে কয়েকদিন ধরে ক্ষোভের আগুন জ্বলছে। ঠিক সেই সময় রাজ্যের ছয়টি জাতিগত গোষ্ঠীকে তফশিলি উপজাতির অন্তর্ভুক্ত করার বিল পাসের প্রস্তাব দেয় ভারতের কেন্দ্রীয় সরকার।

গত বুধবার  বিলটি পার্লামেন্টে তোলা হয়। রাজ্যের যে ৬টি জনগোষ্ঠীকে সরকার তফশিলি উপজাতির মর্যাদা দিতে চাইছে সেগুলি হলো আহোম, মটক, মরান, চুটিয়া, কোচ-রাজবংশী এবং আদিবাসী তথা চা সম্প্ৰদায়। আদিবাসী সংগঠনগুলোর জোট দ্য কো-অর্ডিনেশন কমিটি অব দ্য ট্রাইবাল অর্গানাইজেশনের অভিযোগ, কেন্দ্ৰ ও রাজ্য সরকার রাজ্যের প্ৰকৃত আদিবাসীদের বঞ্চিত করে ওই ৬ জনগোষ্ঠীকে শিডিউল ট্রাইবস মর্যাদা দেওয়ার চেষ্টা করছে।