আশুরার প্রস্তুতিকালে মসজিদে হামলা, নিহত ১৪

আশুরার প্রস্তুতিকালে মসজিদে হামলা, নিহত ১৪

শেয়ার করুন

1476212181586বিশ্ব সংবাদ ডেস্ক:

পবিত্র আশুরার প্রস্তুতি নেয়ার সময় আফগানিস্তানের কাবুলে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে জঙ্গিদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন।

আশুরার প্রস্তুতি উপলক্ষ্যে কাবুলের ‌-কারতে সাখি- মসজিদে জড়ো হয়েছিলেন কয়েকশ মানুষ। তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বোমা হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

হামলার পর পুরো এলাকায় পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সেদিক সিদ্দিকি জানান, মসজিদের প্রবেশমুখে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটনায় এক হামলাকারী। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, জঙ্গিরা পুলিশের পোশাক পরে হামলায় অংশ নিয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক জঙ্গি পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে অন্যান্যদের সঙ্গে এক পুলিশ সদস্যও মারা যান। আরো হামলার আশংকায় শিয়া সম্প্রদায়ের মানুষকে ভীড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে নিরাপত্তা বাহিনী।