আল-আকসা মসজিদ খুলে দেওয়ার ঘোষণা ইসরায়েলের

আল-আকসা মসজিদ খুলে দেওয়ার ঘোষণা ইসরায়েলের

শেয়ার করুন

আল আকসা মসজিদবিশ্বসংবাদ ডেস্ক :

ইসরায়েলি-ফিলিস্তিন উত্তেজনাকে কেন্দ্র করে দুইদিন বন্ধ থাকার পর রোববার আল-আকসা মসজিদ আবারও খুলে দেয়া হয়েছে।। শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে মসজিদটি খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়।

জেরুসালেমের আল-আকসা মসজিদের কাছে শুক্রবার ফিলিস্তিনি বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় মসজিদ প্রাঙ্গণটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিলো। শুক্রবার ওই মসজিদে মুসল্লিরা জুমার নামাজও পড়তে পারেননি।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি একইসঙ্গে মুসলিম ও ইহুদিদের জন্য পবিত্র স্থান বলে বিবেচিত হয়। মুসলমানরা একে আল হারাম আল শরিফ নামে ডাকেন। আর ইহুদিরা এ স্থানটিকে টেম্পল মাউন্ট বলে থাকেন। শুক্রবার মসজিদটি বন্ধ করে দেয়া হলেও ধর্মপ্রাণ মানুষের চাপের মুখে রোববার মসজিদ প্রাঙ্গণ খুলে দেয়ার নির্দেশ দেয় ইসরায়েল কর্তৃপক্ষ।