আলেপ্পো শহরের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয় সরকার

আলেপ্পো শহরের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয় সরকার

শেয়ার করুন

_93095719_mediaitem93095718বিশ্বসংবাদ ডেস্ক :

অবশেষে আলেপ্পো শহরের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার সরকারী বাহিনী। এরই মধ্যে ৩৫ হাজার অবরুদ্ধ অধিবাসী ও বিদ্রোহীদের সরিয়ে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পো পুনর্দখল করার ঘোষণা দেয় আসাদ সমর্থিত সেনাবাহিনী। প্রায় ৬ বছরের গৃহযুদ্ধে এটাই সিরিয় সরকারের সবচেয়ে বড় বিজয় বলে মনে করা হচ্ছে।

_93100196_405338d6-37ed-41b5-a513-0bea703c1413এদিকে পূর্ব আলেপ্পোর ছোট একটি ছিটমহলে অবস্থান করা বিদ্রোহী এবং তাদের পরিবারকে বৃহস্পতিবার সরিয়ে নেওয়া হয়। আর এর মধ্য দিয়েই পুরো আলেপ্পো শহর আসাদ সরকারের নিয়ন্ত্রণে চলে এলো। পুরোপুরি বিজয় নিশ্চিত হওয়ার পর পশ্চিম আলেপ্পোতে গুলি ছুড়ে এবং পতাকা উড়িয়ে বিজয় উল্লাস করতে অনেকেই নেমে আসেন রাস্তায়। এসময় সেনা সদস্যদেরও প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে স্লোগান দিতে দেখা যায়।