আলেপ্পো বিষয়ে মার্কিন আহ্বান নাকচ করল রাশিয়া

আলেপ্পো বিষয়ে মার্কিন আহ্বান নাকচ করল রাশিয়া

শেয়ার করুন

_91441790_gettyimages-610637504বিশ্ব সংবাদ ডেস্ক:

সিরিয়ার পূর্ব আলেপ্পো শহরে বোমাবর্ষণ বন্ধ করার মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

বৃহষ্পতিবার সিরিয়ার সরকারি বাহিনীর সমর্থনে বিমান হামলা অব্যাহত রাখার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র মস্কোকে সতর্ক করে জানায়, আলেপ্পোয় বোমা হামলা বন্ধ না করলে উভয় দেশের সামরিক সহযোগিতা বিষয়ে আলোচনা বন্ধ করে দেয়া হবে।

এক সপ্তাহ আগে যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে যাওয়ার পর থেকে আলেপ্পোর বিদ্রোহী অধ্যুষিত এলাকায় ব্যাপক বোমাবর্ষণ হচ্ছে। অবশ্য বেসামরিক নাগরিকদের উপর হামলার মার্কিন অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া। এদিকে তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা অব্যাহত রাখবে তাঁর দেশ।