আলেপ্পোয় সরকার-বিদ্রোহী সংঘর্ষে শিশুসহ নিহত ৪১

আলেপ্পোয় সরকার-বিদ্রোহী সংঘর্ষে শিশুসহ নিহত ৪১

শেয়ার করুন

_92155823_mediaitem92155820
বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার আলেপ্পোয় সরকারী বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন। রোববারের ওই লড়াইয়ে ১৭ শিশু প্রাণ হারায়।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লড়াইয়ে দুপক্ষ থেকেই শতাধিক মর্টার নিক্ষেপ করা হয়। এতে এত প্রাণহানি ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়। আহতের সংখ্যাও শতাধিকের কম নয়।

বিদ্রোহীদের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষাক্ত গ্যাসে ৩৫ জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করেই লড়াই চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। আর তাদের দমনে আলেপ্পোর পশ্চিমাঞ্চল থেকে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। যদিও রাশিয়া আলেপ্পোয় তাদের সামরিক কার্যক্রম সাময়িক স্থগিত রেখেছে।