আলেপ্পোয় যুদ্ধের সমাপ্তি ঘোষণা

আলেপ্পোয় যুদ্ধের সমাপ্তি ঘোষণা

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহীদের হাতে থাকা সর্বশেষ এলাকাও সরকারের নিয়ন্ত্রণে আসার পর, ওই অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুরকিন এই তথ্য জানিয়েছেন।

তবে সিরিয়া সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। এব্যাপারে নিশ্চিত করা হলে, আলেপ্পোয় চার বছর ধরে চলা লড়াইয়ের সমাপ্তি ঘটবে। এর আগে ভিটালি চুরকিন জানান, সিরিয়া সরকার ও বিদ্রোহীদের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। ওই চুক্তির ফলে, বিদ্রোহীরা আলেপ্পো থেকে নিরাপদে বের হয়ে যেতে পারবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই আলোপ্পোয় বোমারু বিমান থেকে কোনো বোমা ফেলা হয়নি। এমনকি গোলাগুলির শব্দও শোনা যায়নি। সিরিয়ার বিদ্রোহীরাও ওই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে হামলা বন্ধের সুযোগে আলেপ্পোয় অবরুদ্ধ থাকা বেসামরিক নাগরিকদের অনেকেই নিরাপদে বের হয়ে আসতে শুরু করেছে।