আলেপ্পোয় যুদ্ধবিরতি অব্যাহত রাখার ঘোষণা পুতিনের

আলেপ্পোয় যুদ্ধবিরতি অব্যাহত রাখার ঘোষণা পুতিনের

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

আন্তর্জাতিক মহলের চাপের মুখে সিরিয়ার আলেপ্পোয় বোমা বর্ষণ বন্ধ করে যুদ্ধবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সিরিয়ার আলেপ্পোয় হামলা অব্যাহত রাখার জন্য রুশ সরকারকে অতিরিক্ত সেনা মোতায়েনের অনুরোধ করেছিল তাদের সেনাবাহিনী। কিন্তু সেই অনুরোধ নাকোচ করে দিয়েছেন পুতিন।

শুক্রবার সিরিয়ায় অবস্থানরত রুশ সেনাবাহিনীর এই অনুরোধের প্রেক্ষিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান, এই মুহূর্তে বিভিন্ন দিক বিবেচনায় নতুন করে সেনা মোতায়েনের বিষয়টি স্থগিত করেছেন প্রেসিডেন্ট পুতিন।

তিনি জানান, পুতিনের মতে, যুদ্ধ বিধস্ত শহরটিতে এখন মানবিক সহায়তা প্রয়োজন। তাই পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি রাখার পক্ষে তিনি। এর আগে, আলেপ্পোয় ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করার দাবি তোলে পশ্চিমা কয়েকটি দেশ। এরপরই সিরিয়া ইস্যুতে নিজেদের সংযত করতে সচেষ্ট হয় রাশিয়া।