আরসার হাতে মারা নিহত হয়েছিল ৯৯ হিন্দু রোহিঙ্গা

আরসার হাতে মারা নিহত হয়েছিল ৯৯ হিন্দু রোহিঙ্গা

শেয়ার করুন

রোহিঙ্গাবিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমার সেনাবাহিনীর পাশাপাশি রাখাইনের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসাও রোহিঙ্গা নিধনযজ্ঞে শামিল হয়েছিলো বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বাংলাদেশে আশ্রয় নেওয়া ও রাখাইনে থাকা রোহিঙ্গাদের সাক্ষাৎকারের ভিত্তিতে করা তদন্তে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটি এই প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সেনা অভিযান শুরুর মধ্যেই সম্ভাব্য এক বা দুটি ঘটনাতেই প্রায় ৯৯ জন হিন্দু রোহিঙ্গাকে হত্যা করে আরসা।

সংস্থাটি বলছে বাংলাদেশে আশ্রয় নেওয়া ও রাখাইনে থাকা রোহিঙ্গারা নিশ্চিত করেছে উত্তরাঞ্চলীয় মংডু শহরের আশেপাশের গ্রামে হিন্দু জনগোষ্ঠীর এসব রোহিঙ্গাকে হত্যা করেছে তারা।

গত বছরের সেপ্টেম্বরে রাখাইনে হিন্দু মরদেহের গণকবরের সন্ধান পাওয়ার কথা জানিয়ে হত্যাকাণ্ডের জন্য আরসাকে দায়ী করেছিল মিয়ানমার কর্তৃপক্ষ। গত চারমাস ধরে নিস্ক্রিয় থাকা সংগঠনটি সে সময় এই অভিযোগ অস্বীকার করেছিল। অ্যামনেস্টি বলছে আরসার আতঙ্কজনক এই আক্রমণ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞকে সার্বিকভাবে অনুসরণ করেছে।