আযানের শব্দ সীমিতকরণে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইসরায়েল

আযানের শব্দ সীমিতকরণে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইসরায়েল

শেয়ার করুন

 

বিশ্বসংবাদ ডেস্ক :

ইসরায়েলে আযানের শব্দ সীমিতকরণে বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিতে যাচ্ছে ইসরায়েল সরকার।

গত রোববার দেশটির মন্ত্রীরা দুটি বিল উত্থাপন করেন। একটিতে পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনকারীদের উচ্ছেদ করার কর্মসূচী বন্ধের কথা বলা হয়। অন্যটিতে মসজিদ থেকে প্রচারিত উচ্চ শব্দের আযানের উপর বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে।

ইসরায়েলের মোট জনগোষ্ঠীর ২০ শতাংশই আরব এবং তাদের অধিকাংশই মুসলমান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, আযানের শব্দ সীমিতকরণের এই উদ্যোগ মূলত বহু ইসরায়েলি নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে নেয়া হয়েছে।

তবে ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রী ইউসেফ ইদেইস এর সমালোচনা করে বলেছেন, এর মাধ্যমে ধর্মযুদ্ধ বাধানোর হুমকি দিচ্ছে ইসরায়েল।