আবারও বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য : থেরেসা মে

আবারও বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য : থেরেসা মে

শেয়ার করুন

_93816480_mediaitem93816479বিশ্বসংবাদ ডেস্ক :
বিশ্বকে নেতৃত্ব দেয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রিটিশ এই প্রধানমন্ত্রী তার যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে এই মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত করাই হবে তার প্রধান লক্ষ্য। ব্রেক্সিটের পর সার্বভৌম যুক্তরাজ্য তার অতীতের বন্ধুদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চায় বলে জানান থেরেসে মে। তিনি এ বিষয়ে কথা বলার জন্যই যুক্তরাষ্ট্র সফর করছেন।

শুক্রবার প্রথম বিশ্বনেতা হিসেবে ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করবেন তিনি। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য, নিরাপত্তা, গোয়েন্দা সংস্থাসহ আরো বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্র এই সফরে আলোচনা করবেন থেরেসা মে। এদিকে থেরেসা মে’র এই সফরকে ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের জন্য ‘স্মার্ট মুভ’ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।