আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করতে চান না ট্রাম্প

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করতে চান না ট্রাম্প

শেয়ার করুন

ট্রাম্পবিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তান থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহার করলে দেশটি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিনত হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে সদিচ্ছার কথা ব্যক্ত করে ট্রাম্প বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জিতেই ঘরে ফিরবে মার্কিন সেনারা।

ইরাকের ক্ষেত্রে করা ভুলের পূনরাবৃত্তি চান না বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শর্ত ও সময় সাপেক্ষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে। তবে নির্দিষ্ট দিন ক্ষন বা সময়সীমা উল্লেখ করেন নি তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আফগান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করে যাবে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।