আফগানিস্তানে সবচেয়ে বড় বোমা হামলার পক্ষে যুক্তরাষ্ট্রের সাফাই

আফগানিস্তানে সবচেয়ে বড় বোমা হামলার পক্ষে যুক্তরাষ্ট্রের সাফাই

শেয়ার করুন

b8bb1f3d38ca4372a9760c09e0d9eaff_18বিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তানে আইএসের ঘাঁটিতে সবচেয়ে বড় অপারমাণবিক বোমা হামলা পরিকল্পিত পদক্ষেপ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জেনারেল জন নিকোলসন জানান, সঠিক সময়ে সঠিক লক্ষ্যে হামলা করা হয়েছে।

‘মাদার অফ অল বম্বস’ নামে পরিচিত ওই অস্ত্রটি ২০০৩ সালে প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়। তবে এর আগে কোনো যুদ্ধে এটা ব্যবহার করা হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান সীমান্তবর্তী নানগড়হর প্রদেশে এ বোমা হামলায় আইএস-এর ৩৬ জঙ্গি নিহত হয় বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। নির্দিষ্ট একটি লক্ষ্যে হামলা করার জন্য এত শক্তিশালী বোমা ফেলার দরকার ছিল কি-না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পরমাণু বোমার পরেই এ বোমা সবচেয়ে শক্তিশালী। তবে বোমা হামলার নির্দেশ কে দিয়েছিল সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি জেনারেল নিকোলসন।