আফগানিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ৩৮

আফগানিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ৩৮

শেয়ার করুন

1469869321-532dfccf-dc87-4979-baf6-a31d2641e811

বিশ্ব সংবাদ ডেস্ক:

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে জাবুল প্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি তেলের ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৮ জন।

যাত্রীবাহী বাসটি কান্দাহার থেকে কাবুল যাচ্ছিল। এ সময় জাবুল প্রদেশের জিলদাক এলাকায় তেলের ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়। জাবুলের প্রাদেশিক সরকারের মুখপাত্র গুল ইসলাম সেয়াল ওই দুর্ঘটনার কারণ হিসেবে গাড়ি দু’টির চালকদের বেপরোয়া চালনাকে দায়ী করেছেন।

_89631034_b

আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কাবুল-কান্দাহার সড়কে জঙ্গিদের এড়াতে দ্রুত গতিতে গাড়ি চালায় চালকরা। আর এতেই দুর্ঘটনা ঘটে। গত মে মাসে গজনী প্রদেশে দু’টি বাস আর একটি তেলের ট্যাংকারের মধ্যে সংঘর্ষে ৭৩ জন নিহত হয়েছিলো।