আফগানিস্তানে তালেবানের হামলায় ১৬ সীমান্তরক্ষী নিহত

আফগানিস্তানে তালেবানের হামলায় ১৬ সীমান্তরক্ষী নিহত

শেয়ার করুন

CBD5A67D-2535-48B3-BC88-988BC71ED852_w1023_r1_sবিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তানের তাখার প্রদেশের কয়েকটি চেকপোস্টে তালেবান জঙ্গিদের হামলায় কমপক্ষে ১৬ সীমান্তরক্ষী বাহিনীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন।

গালফ নিউজ জানায়, বৃহস্পতিবার তাকহার প্রাদেশিক কাউন্সিলের সহকারী সালাহউদ্দিন বুরহানি এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেন। বুধবার রাতে উত্তরাঞ্চলীয় তাকহার প্রদেশে ‘ছা-ই-আব’ জেলার অন্তত তিনটি চেকপয়েন্টে এসব হামলা চালায় বেশ কজন তালাবান জঙ্গি।

গত সপ্তাহে আফগানিস্তান জুড়ে তালেবান জঙ্গিদের হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৬০ জনেরও বেশি সদস্য প্রাণ হারান। এ মাসের মাঝামাঝিতে আফগানিস্তানে মার্কিন ও আফগান বাহিনীর যৌথ ড্রোণ হামলায় তালেবান নেতা মোল্লা ফজলুল্লাহ নিহতের ঘটনার পর পাল্টা হামলা চালানো শুরু করে এই জঙ্গি সংগঠনটি।