আফগানিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ২৪

আফগানিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ২৪

শেয়ার করুন

_91032966_mediaitem91030445

বিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে সেনা কর্মকর্তাসহ কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৯১ জন। এরইমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে তালেবান।

সোমবার দেশটির রাজধানী কাবুলের একটি গেস্ট হাউজকে লক্ষ্য করে জোড়া বোমা হামলা চালায় তালেবান। প্রথম বোমাটি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্ফোরিত হয়। পরে একটি বাজারে আত্মঘাতী হামলা চালানো হয়। নিহতদের মধ্যে একজন সেনাবাহিনীর জেনারেল ও দুইজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কাবুলে আমেরিকান ইউনিভার্সিটির ক্যাম্পাসে হামলা চালিয়ে ১৩ জনকে হত্যার দুই সপ্তাহের মাথায় আবারও এমন হামলা হলো। তালেবানরা এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।