আটকে পড়া থাই কিশোরদের উদ্ধারে অভিযান শুরু

আটকে পড়া থাই কিশোরদের উদ্ধারে অভিযান শুরু

শেয়ার করুন

0a45957824be42abad49d695656f287c_18
বিশ্বসংবাদ ডেস্ক :

গুহায় আটকে পড়া ১২ থাই কিশোর ফুটবলার ও কোচকে উদ্ধার করতে আন্তর্জাতিক ডুবুরি দল তাদের অভিযান শুরু করেছে।

বিবিসি জানায়, রোববার স্থানীয় সময় সকাল ১০ টা থেকে ডুবুরিরা গুহায় প্রবেশ করেছে। গুহায় প্রবেশের আগে সেখানে জড়ো মানুষদের সরিয়ে নেয়া হয়। থাই কিশোরদেরকে ৩-৪ দিনের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন অভিযান প্রধান নারোংসাক ওসাতানাকর্ন।

স্থানীয় সময় রাত ৯ টার দিকে তাদের প্রথম দলটিকে বের করে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। অভিযানে ১৩ জন বিদেশি ডুবুরি, থাইল্যান্ডের ৫ জন ডুবুরি ও ৫জন নেভি সিল সদস্য অংশ নিচ্ছেন।

গত ২৩ জুন বিকালে ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ জন ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ থাইল্যান্ডের চিয়াং রাইয়ের ‘থাম লুয়াং নায় নন’ গুহায় প্রবেশ করেন। একনাগারে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার পানি জমে যাওয়ায় সেখানে আটকে পড়ে তারা।