আগরতলা বিমানবন্দরের নাম বদলে কিশোর মানিক্যের নামে হল

আগরতলা বিমানবন্দরের নাম বদলে কিশোর মানিক্যের নামে হল

শেয়ার করুন

agartala-airportবিশ্বসংবাদ ডেস্ক

বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত ত্রিপুরা বিমানবন্দরের নাম বদলে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে রাখা হয়েছে। ভারত ভাগের আগেই ব্রিটিশ সরকার এই বিমানবন্দরটি চালু করে। ত্রিপুরার শেষ মহারাজা বাংলাদেশের চাকলা রোসনাবাদের শেষ জমিদার ছিলেন, বীর বিক্রম কিশোর মানিক্য।

বুধবার ভারত সরকার এই সিদ্ধান্ত নেয়।  ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা নামবদলের প্রস্তাবটি দিল্লিতে পাঠায়। বুধবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই প্রস্তাবকে স্বীকৃতি দেয়। নাম বদলের পর টুইটে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও প্রধানমন্ত্রীকে রাজ্যবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান।

বুধবার রাতেই দিল্লি থেকে আগরতলা ফেরেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে মন্ত্রী, বিধায়ক ও বিজেপি সদস্যরা বিমানবন্দরে অভ্যর্থনা জানান। মুখ্যমন্ত্রী দিনটিকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন। তাঁর মতে, রাজ্যবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। মহারাজা কিশোর মানিক্যকে তিনি আধুনিক ত্রিপুরার রূপকার বলেও বর্ণনা করেন।