আইএসের বিরুদ্ধে তুর্কি ও মার্কিন যৌথ বাহিনীর বিমান হামলা শুরু

আইএসের বিরুদ্ধে তুর্কি ও মার্কিন যৌথ বাহিনীর বিমান হামলা শুরু

শেয়ার করুন

_90895384_mediaitem90895383
বিশ্বসংবাদ ডেস্ক :

তুরস্কের সীমান্ত সংলগ্ন সিরিয়ার জাবারলুস শহরে জঙ্গিগোষ্ঠী আইএসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। বুধবার থেকে তুরস্কের বিশেষ সামরিক বাহিনী এবং মার্কিন বাহিনীর যৌথ উদ্যোগে আইএসের বিরুদ্ধে হামলা শুরু হয়েছে।

ভোর থেকে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য, তুর্কি সীমান্তের কাছাকাছি আইএসের ঘাঁটি নিশ্চিহ্ন করা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাতকারে তুর্কি সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সিরিয়ার সঙ্গে আঞ্চলিক সন্ত্রাসবিরোধী সহযোগিতা অব্যাহত রাখাও এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। যুদ্ধবিমান থেকে হামলার পাশপাশি গোলা ও রকেট শেল নিক্ষেপ করা হচ্ছে।

খুব তাড়াতাড়ি স্থলপথে অভিযান শুরু করবে তুর্কি সামরিক বাহিনী। একই সঙ্গে পার্শ্ববর্তী মানবিজ শহর দখলে রাখা সশস্ত্র কুর্দি সংগঠন ‘ওয়াইপিজি’  যোদ্ধাদের লক্ষ্য করেও গোলা ছোঁড়া হচ্ছে। আশির দশক থেকে নিজেদের স্বাধীনতার জন্য তুর্কি সরকারের বিরুদ্ধে লড়াই করছে ‘ওয়াইপিজি’।