আংশিকভাবে অচল মার্কিন সরকার

আংশিকভাবে অচল মার্কিন সরকার

শেয়ার করুন

white_house_twবিশ্বসংবাদ ডেস্ক :

মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণে অর্থায়নের বিষয়ে আইনপ্রণেতারা বাজেট পাস করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের আংশিক অচলাবস্থা তৈরি হয়েছে। শনিবার থেকেই আংশিকভাবে অচল হয়ে পড়েছে মার্কিন সরকার।

আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের সব বিভাগের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের একটি বিল অনুমোদন করেছিল কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় ওই বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রাচীর নির্মাণে অতিরিক্ত ৫শ কোটি ডলার অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছিলেন তিনি। শুক্রবার একেবারে শেষ মুহুর্তে অচলাবস্থা কাটাতে একটি সমঝোতায় আসার চেষ্টা করেও ব্যর্থ হন কংগ্রেস সদস্যরা। এর ফলে দেশটির স্বরাষ্ট্র, যাতায়াত, কৃষি, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং ফেডারেল ন্যাশনাল পার্ক অ্যান্ড ফরেস্ট বিভাগের সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

চলতি বছর তৃতীয়বারের মতো সরকারের এমন অচলাবস্থা তৈরি হলো। এর ফলে মার্কিন সরকারের হাজার হাজার ফেডারেল কর্মী বেতন পাবেন না অথবা তাদের সাময়িকভাবে কাজ হারাতে হবে।