অস্ট্রেলিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮

অস্ট্রেলিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮

শেয়ার করুন

_110355288_058732411getty
বিশ্বসংবাদ ডেস্ক :

ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। দাবানলে পুড়ে গেছে ২ শতাধিক ঘর-বাড়ি।

নিউ সাউথওয়েলসে গত সোমবার থেকে এ পর্যন্ত মারা গেছেন ৭ জন। এছাড়া ভিক্টোরিয়া রাজ্যে আরো ১ জনের প্রাণহানি ঘটেছে। দাবানল থেকে বাঁচতে যারা অন্যত্র আশ্রয় নিতে পারেননি, তাদের মধ্যে হাজার হাজার মানুষ মঙ্গলবার আশ্রয় নেন সমুদ্র সৈকতে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে সুযোগ করে দিতে ভিক্টোরিয়ায় দু’ ঘন্টার জন্য খুলে দেয়া হয় রাস্তাঘাট। উপদ্রুত এলাকায় বুধবার খাবার পানি সরবরাহ করেছে পুলিশ।

শুধু নিউ সাউথওয়েলসেই ১১২টি দাবানলে পুড়ছে বনাঞ্চল। নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্ল্যাডি বেরেকজিকলিয়ান বলেন, রাস্তাঘাট পরিষ্কার ও বিদ্যুতের পুন:সংযোগে ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করছেন উদ্ধারকারীরা।