অশালিন মন্তব্য : ফিলিপাইন প্রেসিডেন্টের সঙ্গে ওবামার বৈঠক বাতিল

অশালিন মন্তব্য : ফিলিপাইন প্রেসিডেন্টের সঙ্গে ওবামার বৈঠক বাতিল

শেয়ার করুন

_91035940_035111548-1

বিশ্বসংবাদ ডেস্ক :

অশালিন মন্তব্য করায় ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দোতার্তের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

মঙ্গলবার লাওসে আসিয়ান সম্মেলনের ফাঁকে দোতার্তের সঙ্গে ওবামার বৈঠকের কথা ছিল। কিন্তু দোতার্তে এর আগে ওবামার মাকে ইঙ্গিত করে অশালীন মন্তব্য করায় ওই বৈঠক বাতিল করা হয়।

Captureজুনে ক্ষমতা গ্রহণের পর মাদকের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেন দোতার্তে। এমনকি তিনি মাদক কারবারীদের হত্যার অনুমতিও দিয়েছেন। এর ফলে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে।

আসিয়ান সম্মেলনে ফিলিপিন্সের বিচারবহির্ভূত এই হত্যাকাণ্ডের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উত্থাপনের কথা ছিল। এর প্রতিক্রিয়ায় দোতার্তে ফিলিপিনো ভাষায় ‘পুতাং ইনা’ বলে মন্তব্য করলে, মার্কিন কর্তৃপক্ষ তাঁর সাথে বৈঠক বাতিল করে দেয়।

এখন দোতার্তের বদলে ওবামা’র বৈঠক হবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে।