অলৌকিক ক্ষমতার জন্য মাদার তেরেসাকে সন্ত ঘোষণা

অলৌকিক ক্ষমতার জন্য মাদার তেরেসাকে সন্ত ঘোষণা

শেয়ার করুন

_91020403_mediaitem91020402

বিশ্বসংবাদ ডেস্ক :

মানবসেবায় বিশ্বে দৃষ্টান্ত মাদার তেরেসাকে রোববার আনুষ্ঠানিকভাবে সেইন্টহুড বা সন্ত ঘোষণা করেছে ভ্যাটিকান সিটি। রোববার বাংলাদেশ সময় দুপুরের পর এক অনুষ্ঠানের মাধ্যমে পোপ মাদার তেরেসাকে এই  সন্ত ঘোষণা করেন।

সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানের নেতৃত্ব দেন পোপ ফ্রান্সিস। কোলকাতায় মাদার তেরেসা স্থাপিত মিশনারিজ অব চ্যারিটির ১৯টি শাখায়ও অনুষ্ঠান হয়।

_91020410_035091930-1মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা মাদার তেরেসা ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পান। ১৯৯৭ সালে ৮৭ বছর বয়সে মারা যান তিনি।

২০০২ সালে ভ্যাটিকান থেকে প্রথমবার মাদার তেরেসার অলৌকিক ক্ষমতার কথা জানানো হয়। যেখানে বলা হয়, ভারতীয় এক নারীর দীর্ঘদিনের টিউমার সারাতে যখন সব চিকিৎসকই হাল ছেড়ে দিয়েছিলেন, তখন তিনি মাদার তেরেসার ছবি রেখে প্রার্থনা করতে করতে সুস্থ হয়ে ওঠেন।

আর গত বছর দ্বিতীয় অলৌকিক ঘটনা প্রকাশিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাজিলের এক বাসিন্দা জানান, ২০০৮ সালে তাঁর টিউমার সেরেছে মাদার তেরেসার জন্য। ২০০৩ সালে তার সেইন্টহুড বা সন্ত হওয়ার প্রক্রিয়া শুরু করা হয়।