অভিবাসী ইস্যুতে ট্রাম্পের‘জিরো টলারেন্স’ নীতির তীব্র সমালোচনা মালালার

অভিবাসী ইস্যুতে ট্রাম্পের‘জিরো টলারেন্স’ নীতির তীব্র সমালোচনা মালালার

শেয়ার করুন

3309বিশ্বসংবাদ ডেস্ক :

অবৈধ অভিবাসী রুখতে ট্রাম্প প্রশাসনের নেওয়া ‘জিরো টলারেন্স’ নীতির তীব্র সমালোচনা করেছেন নোবেলজয়ী শিশু অধিকারকর্মী মালালা ইউসুফজাই। ট্রাম্পের এই নীতিকে নিষ্ঠুর-অমানবিক-অন্যায্য আখ্যা দিয়েছেন মালালা।

শিশুদের শিক্ষা বিস্তার কর্মসূচির অংশ হিসেবে লাতিন আমেরিকা সফরে গেছেন মালালা। শিক্ষা উন্নয়ন কর্মসূচি বিষয়ক চ্যারিটি ‘মালালা ফান্ড’র কার্যক্রম বিস্তৃত করতে ব্রাজিল দিয়ে এই সফর শুরু করেছেন তিনি। রিও ডি জেনিরোতে মালালা সাংবাদিকদের এসব কথা বলেন।

ট্রাম্পের এই নীতিকে অমানবিক আখ্যা্ দিয়ে মালালা বলেন, তার আশা, বাচ্চারা শিগগির তাদের মা-বাবার সঙ্গে একত্রিত হবে। জিরো টলারেন্স নীতির আওতায় মেক্সিকোর অবৈধ অভিবাসন-প্রত্যাশীদের বিরুদ্ধে আটক অভিযান পরিচালনা করছে ট্রাম্প প্রশাসন। চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক সম্মেলনেও ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন মালালা।