অবৈধ আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

অবৈধ আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

শেয়ার করুন

06966762_6b5a7a1f07512472c830ed9f1d3fcbf1.fit-760wবিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তানে যুদ্ধাপরাধ সংঘটনের দায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিচার শুরু করলে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির বিচারপতি ও প্রসিকিউটরদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন।

মার্কিনিদের বিচারে এ আদালতকে সহায়তাকারী কোম্পানি ও রাষ্ট্রগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আফগানিস্তানে অভিযান চালায় মার্কিন সেনারা। এখনো তাদের উপস্থিতি রয়েছে। সেখানে তারা যুদ্ধাপরাধ করেছে কিনা, তা তদন্ত করতে গত বছর আইসিসির প্রসিকিউটর ফাতো বেনসুদা আবেদন করেন।

সোমবার ওয়াশিংটনে দেয়া বক্তব্যে বোল্টন জানান, তাদের নাগরিকদের সুরক্ষায় সব ধরণের পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। আইসিসিকে অবৈধ আখ্যা দিয়ে বোল্টন বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত যুক্তরাষ্ট্রের কাছে মৃত। এদিকে আইসিসি এক বিবৃতিতে বলেছে, বিশ্বের ১২৩টি রাষ্ট্র তাদের পাশে আছে। স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার করতে আন্তর্জাতিক আদালত বদ্ধপরিকর।