অবশেষে শিশু ধর্ষণসংক্রান্ত বিল প্রত্যাহার করলো তুরস্ক

অবশেষে শিশু ধর্ষণসংক্রান্ত বিল প্রত্যাহার করলো তুরস্ক

শেয়ার করুন

_92601339_036474893-1

বিশ্বসংবাদ ডেস্ক :

তুমুল সমালোচনার মুখে অবশেষে শিশু ধর্ষণসংক্রান্ত বিতর্কিত বিল প্রত্যাহার করে নিলো তুরস্ক সরকার। মঙ্গলবার তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বিলটি প্রত্যাহার করে নেন।

ধর্ষণের শিকার অপ্রাপ্তবয়স্ক নারীকে বিয়ে করলে ধর্ষকের সাজা মওকুফের সুযোগ রেখে বিলটি করা হয়েছিল। বিতর্কিত এ বিলটি পার্লামেন্টে পাস করানোর জন্য, চূড়ান্ত ভোটাভুটির আগমুহুর্তে প্রত্যাহারের ঘোষণা দিল তুর্কি সরকার।

_92601342_036288148-1গত বৃহস্পতিবার রাতে বিতর্কিত বিলটি উত্থাপন করা হলে, দেশটির ক্ষমতাসীন দল একে পার্টির এমপিরা তাতে প্রাথমিকভাবে সমর্থনও জানিয়েছিলেন। প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছিল, অভিযুক্ত ব্যক্তি ধর্ষণের শিকার শিশুকে বিয়ে করলে, তার সাজা মওকুফ করা হবে এবং তার বিচার খারিজ হয়ে যাবে।

বিতর্কিত বিলটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তুমুল সমালোচনার ঝড় ওঠে। সমালোচকদের মতে, বিলটি আইনে পরিণত হলে, তা সংবিধিবদ্ধ ধর্ষণকে বৈধতা দেয়া হতো এবং বাল্যবিবাহের সংস্কৃতি বাড়াতো। জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও বিলটি অনুমোদন না করার জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল।