অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় বন্দুকযুদ্ধে ২১ মাওবাদী নিহত

অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় বন্দুকযুদ্ধে ২১ মাওবাদী নিহত

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২১ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে।

সোমবার ভোরের দিকে সীমান্তের কাছাকাছি মালকানগিরি এলাকায় এ বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য আহতও হয়েছেন।

পুলিশ বলছে, মালকানগিরি থেকে ১০ কিলোমিটার দূরের একটি মাওবাদী ক্যাম্পে উচ্চপর্যায়ের নেতাদের বৈঠক চলছে, এই সংবাদে রাত থেকে অনুসন্ধান ও চিরুনি অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে বন্দুকযুদ্ধে ২১ জন মাওবাদী নিহত হয়।

ঘটনাস্থল থেকে গোলাবারুদ ও একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে মাওবাদীদের শীর্ষ একজন নেতা রয়েছে বলে ধারণা করছে পুলিশ।