অত্যাধুনিক প্রযুক্তির সেন্ট্রিফিউজের ব্যবহার শুরু করেছে ইরান

অত্যাধুনিক প্রযুক্তির সেন্ট্রিফিউজের ব্যবহার শুরু করেছে ইরান

শেয়ার করুন

4000
বিশ্বসংবাদ ডেস্ক :

ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য অত্যাধুনিক প্রযুক্তির সেন্ট্রিফিউজের ব্যবহার শুরু করেছে ইরান।

দেশটির পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেন, আজ থেকে পরমাণু সমৃদ্ধকরণের কাজে  নতুন প্রযুক্তির ৪০টি সেন্ট্রিফিউজের ব্যবহার শুরু করেছেন তারা। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বেসামরিক কাজে লাগানোর পাশাপাশি, পরমাণু অস্ত্র তৈরির কাজেও লাগানো সম্ভব। ২০১৫ সালে সম্পাদিত বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তির শর্ত অনুযায়ী, সর্বোচ্চ ৩ দশমিক ৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি ছিলো দেশটির। তবে গতবছর চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেয়ার পর, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দেয়ার ঘোষণা দেয় ইরান। যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে গেলেও, ইরানকে  পরমাণু চুক্তির শর্ত মেনে চলার বিষয়ে চাপ দিয়ে আসছে ইউরোপীয় দেশগুলো।