অটল বিহারি বাজপেয়ি আর নেই

অটল বিহারি বাজপেয়ি আর নেই

শেয়ার করুন

718603-atal-bihari-vajpayee
বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি আর নেই। দীর্ঘ অসুস্থতার পর ৯৩ বছর বয়সে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার বিকেল ৫ টা ৫ এ নয়াদিল্লীর এইমস হাসপাতালে চিরতরে থেমে যায় তাঁর হৃৎস্পন্দন। কিডনি, মূত্রনালি ও বুকে সংক্রমণ নিয়ে গত ১১ জুন থেকে দীর্ঘ ২ মাস হাসপাতালেই ছিলেন তিনি।

শানিত যুক্তি এবং অসামান্য বক্তৃতার জন্য দলমত নির্বিশেষে প্রশংসিত ছিলেন অটলবিহারী বাজপেয়ি। কিন্তু ২০০৯ সালে স্ট্রোক হওয়ার পর থেকে তাঁর স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে। হারাতে থাকেন কথা বলার শক্তিও। গত তিন দিন আগে থেকেই তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। আজ অবস্থার আরো অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকালের পর আজও তাঁকে হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাজপেয়ি ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রথম দফায় ১৩ দিন, দ্বিতীয় দফায় ১৩ মাস আর তৃতীয় দফায় পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পরে বাজপেয়িকে ভারতরত্ন দেয় মোদীর সরকার।