বিশ্বসংবাদ ডেস্ক :
সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়ার অভিযোগে ভারতে ৫ মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে শীর্ষ মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন অফ সিভিল লিবার্টিজ বা পিইউসিএলের প্রধান সুধা ভরদ্বাজ, প্রাবন্ধিক ও মানবাধিকার কর্মী গৌতম নওলাখা, কবি ও লেখক ভারভারা রাও, মানবাধিকারকর্মী অরুণ ফেরেরা ও ভেনন গঞ্জালভেজকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া সহিংসতার ঘটনা তদন্তের অংশ হিসেবে বামপন্থি আইনজীবী ও বুদ্ধিজীবীদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযোগ রয়েছে, গ্রেপ্তারকৃতরা গত ডিসেম্বরে দলিত সম্প্রদায়ের এক গণজমায়েতে সরকারবিরোধী উস্কানি দিয়েছিলেন। সে সময় সহিংসতায় একজন মারা যায়। গ্রেপ্তারের ঘটনায় সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।