ভারতে তেল সরবরাহে নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক সহায়তা দিবে ইরান

ভারতে তেল সরবরাহে নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক সহায়তা দিবে ইরান

শেয়ার করুন

ks48jc4plom_soroush-oil-field_-iran_reuters_625x300বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতে তেল সরবরাহে নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে ইরান। ভারতে ইরানী দূতবাসের এক বিবৃতিতে বলা হয় জ্বালানী ক্ষেত্রে সবসময়েই নয়া দিল্লীর বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করে আসছে ইরান।

মার্কিন নিষেধাজ্ঞার ফলশ্রুতিতে ইরান থেকে তেল আমদানী কমিয়ে দিয়ে সৌদি আরব, রাশিয়া, ইরাক, যুক্তরাষ্ট্র অথবা অন্য কোন দেশ থেকে তেল আমদানীর চেষ্টা করলে বিশেষ সূবিধা হারাবে ভারত। ইরানী দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মাসুদ রাহাজির এ ধরণে বক্তব্যের ঠিক একদিন পর এই ব্যখ্যা দিলো ইরানী দূতাবাস।

এতে বলা হয় জ্বালানীর অস্থিতিশীল বাজারের কারণে ভারত যে সমস্যার সম্মুখীন হচ্ছে ইরান তা ভালো করেই বোঝে। ইরানের সঙ্গে করা পরমাণূ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পরই ইরানের ওপর আরোপিত নিষধাজ্ঞা পূনবর্হাল করে যুক্তরাষ্ট্র। এর ঠিক পরেই ৪ নভেম্বরের মধ্য ইরান থেকে তেল আমদানী কমিয়ে আনতে ভারত ও অন্যান্য দেশকে সময়সীমা বেঁধে দেয়া হয়। বলা হয় না হলে  মার্কিন নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়তে হবে তাদের।