বিশ্বসংবাদ ডেস্ক :
ব্রাজিলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এখনো নিখোঁজ ৪৫ জন। ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তা কর্মীরা জানান, মঙ্গলবার দেশটির পারা প্রদেশে সিংগু নদীতে এ দুর্ঘটনা ঘটে। ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি সানতারাম থেকে ভিটোরিয়া যাচ্ছিল। তবে নৌকাডুবির কারণ এখনো স্পস্ট নয়।
পানির নিচে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে বলে জানান তারা। তবে দুর্ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায়, উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে। সেখানে উদ্ধার তৎপরতায় তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয। ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রেইনফরেস্ট এলাকায় যাতায়াতে নদীপথ বেশী ব্যবহৃত হয়ে থাকে।