বিশ্বসংবাদ ডেস্ক :
প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাব পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। অভিশংসনের জন্য প্রয়োজনীয় ২১৬টি ভোটের বেশী ভোট পড়ে ট্রাম্পকে অভিশংসনের পক্ষে। মার্কিন ইতিহাসের তৃতীয় পেসিডেন্ট হিসেবে প্রতিনিধি পরিষতে অভিসংসিত হলেন ট্রাম্প।
ইউক্রেনের সঙ্গে লেনদেনে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে এই ভোটাভুটি হয়। প্রস্তাবটি এখন পাঠানো হবে সিনেটে।
জানুয়ারিতে সিনেটে অভিশংসনের জন্য ট্রাম্পের বিচার শুরু হবে। যদি অভিশংসিত হন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি হবেন প্রথম প্রেসিডেন্ট। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে রায় ট্রাম্পের পক্ষে যাওয়ার সম্ভাবনাই বেশী।